Tuesday, August 31, 2021

ভাঙ্গুড়ায় সাংবাদিক হেলালের রোগমুক্তি কামনায় দোয়া

 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি আবুল হাসান সিদ্দিকী হেলালের রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠান করেছেন স্থানীয় সাংবাদিকরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় ভাঙ্গুড়া প্রেসক্লাবে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবুল হাসান সিদ্দিকি পাইলস রোগে আক্রান্ত হয়ে মুমূর্ষ অবস্থায় ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক।দোয়া অনুষ্ঠানের সার্বিক দিক নির্দেশনা দেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাকের প্রতিনিধি অধ্যাপক মাহবুব উল আলম। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জনতার প্রতিনিধি আইনুল হক, সিনিয়র সহ সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন, নিউ এজের প্রতিনিধি অধ্যক্ষ বদরুল আলম, আমাদের সময়ের প্রতিনিধি প্রভাষক আব্দুর রহিম, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল খালেক, আজকের পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক, কালের কণ্ঠের প্রতিনিধি মাসুদ রানা, যুগান্তর প্রতিনিধি শাহিবুল ইসলাম পিপুল, বাংলাদেশ সময় এর প্রতিনিধি রায়হান আলী ও প্রতিদিনের সংবাদ এর প্রতিনিধি সিরাজুল ইসলাম আপন সহ অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ভাঙ্গুড়া পৌরসভা নিকাহ রেজিস্ট্রার ও শরৎনগর সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আশরাফ উদ্দিন।


শেয়ার করুন