Thursday, July 8, 2021

করোনায় চলে গেলেন ভাঙ্গুড়ার এনজিওকর্মী শরিফুল

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ার শরিফুল ইসলাম (৩৩) নামে এক এনজিও কর্মী মারা গেছেন। আজ বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শরিফুল মন্ডুতোষ ইউনিয়নের চকমৈসশাট গ্রামের রজব আলীর ছেলে। সে ৪ বছর বয়সী এক পুত্র সন্তানের বাবা ও চার ভাইবোনের মধ্যে সবার ছোট। মারা যাওয়ার আগে তিনি করোনা আক্রান্ত ছিলেন বলে একটি সূত্র জানায়। পরিবার সূত্রে জানা যায়, শরিফুল উদ্দীপন নামে একটি এনজিওতে মাঠ কর্মী হিসেবে কাজ করতেন। বর্তমানে তিনি কুষ্টিয়ার গোপালনগরে কর্মরত ছিলেন। কর্মরত অবস্থায় তিন সপ্তাহ আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একপর্যায়ে অবস্থার অবনতি ঘটলে গতকাল শরিফুলকে ঢাকায় নিয়ে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় তিনি মারা যান। শরিফুলের ঘনিষ্ঠ বন্ধু উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমেদ বলেন, শরিফুল ওয়ার্ল্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। সেই সূত্রে তার সাথে ঘনিষ্ঠতা ছিল। অকালে শরিফুলের মৃত্যুতে পরিবার ও তার ঘনিষ্ঠজনরা শোকাহত।


শেয়ার করুন