Tuesday, July 27, 2021

ভাঙ্গুড়ায় মেয়রের ফ্রি করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্প উদ্বোধন

বিশেষ প্রতিনিধি

বিনামূল্যে অক্সিজেন  সেবার পাশাপাশি এবার ভাঙ্গুড়াতে প্রযুক্তির বাইরে থাকা সাধারণ মানুষকে ভ্যাকসিন সেবার আওতায় আনতে বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করেছে ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল। 


বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে পৌরসভার  গুরুত্বপূর্ণ ০৬ পয়েন্টে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল। তিনি বলেন, যেহেতু অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া করোনা ভ্যাকসিন গ্রহণের সুযোগ নেই; তাই সাধারণ মানুষের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে।


পৌর মেয়র বলেন, আমরা লক্ষ্য করছি ভাঙ্গুড়াতে এ পর্যন্ত যারাই টিকা গ্রহণ করেছেন তারা বেশিরভাগই সচ্ছল ও প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখেন। কিন্তু প্রযুক্তির বাইরে থাকা মানুষদের এখনো স্বতঃস্ফূর্তভাবে টিকার আওতায় আনা সম্ভব হয়নি। অনেক মানুষের কাছে টিকা না নেওয়ার কারণ জানতে চাইলে অনলাইন রেজিস্ট্রেশন নিয়ে জটিলতার কথা বলছেন। এ অবস্থায় তাদের জটিলতা কমাতে বিনামূল্যে এই  সেবামূলক কার্যক্রম চালু করা হয়েছে।


ভাঙ্গুড়ার সব মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের এই কার্যক্রম।


শেয়ার করুন