Wednesday, June 23, 2021

ভাঙ্গুড়ায় উদ্বোধন হলো কুঞ্জ পবন


ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে নির্মিত কুঞ্জ পবন  উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) বিকাল ৫টায়  মেয়র গোলাম হোসেন রাসেল নগরীর পৌরসভার এক নাম্বার ওয়ার্ডে  সিএনজি স্ট্যান্ড ও বিনোদন স্থানের  উদ্বোধন করেন।

শরৎনগর বাজার থেকে বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীদের জন্য বসার জন্য কুঞ্জ পবন তৈরি করা হয়।


গোলাম হাসনাইন রাসেল বলেন, এ বিনোদন স্থানের সৌন্দর্য  রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধু পৌর সাভার নয়, সকলেই  রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব পালন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান  জনাব  বাকী বিল্লাহ, ভাইস চেয়ারম্যান জনাব গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান  আজিদা পারভীন পাখি ও পৌরসচিব জনাব উত্তম কুমার সাহা, হিসাবরক্ষণ কর্মকর্তা নাজমুল হুদা, উপসহকারী প্রকৌশলী হাবিবুর রহমান,কার্যসহকারী মোঃ রফিকুল ইসলাম  সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার  কর্মকর্তা ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।

বড়াল নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা কুঞ্জ পাবনে আধুনিকতার ছোঁয়া ও ডিজিটাল আলোকসজ্জায় সজ্জিত  বিভিন্ন স্থান তৈরি করে দিয়েছে ভিন্ন এক জগৎ। 


শেয়ার করুন