Monday, May 3, 2021

বড়ালে গোসলে নেমে লাশ হল নদী | ভাঙ্গুড়ার আলো

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ফরিদপুরে বড়াল নদীতে ডুবে নদী খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর দুইটার দিকে উপজেলার পুঙ্গলি ইউনিয়নের দত্ত পুঙ্গলি গ্রামে এই ঘটনা ঘটে। নদী ওই গ্রামের রাশিদুল সরকারের মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। 


পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির অন্য শিশুদের সঙ্গে নদী পাশের বড়াল নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে হঠাৎ করেই নদী নিখোঁজ হলে শিশুরা চিৎকার শুরু করে। এরপর নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা লোকজন পানিতে নেমে নদীকে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ২০ মিনিট খোঁজাখুঁজির পরে শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছালে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।


সংশ্লিষ্ট ইউপি সদস্য নূর রাহীম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোসল করতে নেমে শিশুটি নিখোঁজ হলে সবাই খোঁজাখুঁজি করে উদ্ধার করে। তবে এর আগেই শিশুটি মারা যায়।


শেয়ার করুন