Monday, May 10, 2021

ভাঙ্গুড়ায় ব্লাড নেটওয়ার্কের সদস্যদের এতিমখানায় ইফতারি | ভাঙ্গুড়ার আলো

 
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় স্বেচ্ছায় রক্তদানের সংগঠন "ভাঙ্গুড়া ব্লাড নেটওয়ার্ক" বোয়াইলমারী দিগর গোরস্থান মাদ্রাসা ও এতিম খানায় শতাধিক এতিম ও শিক্ষকদের নিয়ে আয়োজিত ইফতার অনুষ্ঠান সফল ভাবে শেষ করেছে।

উপজেলা ব্যাপি এই সংগঠনের ব্যানারে প্রায় ৫ শতের র অধিক স্বেচ্ছায় রক্তদানের আগ্রগী সদস্য রয়েছে। ২০১৮ সাল থেকে তারা উপজেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় রক্তদান করে আসছে। এই কয়েক বছরে এই সংগঠনটি প্রায় ৪০০০ হাজার ব্যাগ রক্ত স্বেচ্ছায় দান করেছে। সংগঠনটিতে সভাপতি শাহরিয়ার নিশান, সাধারণ সম্পাদক নাঈম খান শুভ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন  মাসুম পারভেজ। এছাড়া কার্যকরি সদস্য হিসেবে রয়েছে মাসুম,জুবায়ের,শুভ, আব্দুল্লাহ, নিবিড়, শাওন, সৈকত,রাসেল,সিয়াম,আহসান হাবিব,জিসান,আকাশ তানভির, অনিম ছাড়াও বেশ কয়েকজন রক্তযোদ্ধা।

শাহরিয়ার নিশান বলেন, মানবিকতার টানে প্রথমে এই কাজ শুরু করি। এর পরে বিভিন্ন স্তরের রক্তদানে ইচ্ছুক মহৎপ্রান ব্যক্তিরা আমাদের সাথে যুক্ত হতে থাকে। বর্তমানে আমরা ৫ শতের অধিক সদস্যের পরিবার। মানুষের ভালোবাসায় আরও বহুদুর এগিয়ে যেতে চাই।


শেয়ার করুন