Thursday, April 1, 2021

মাস্ক না পড়লেই গুনতে হবে জরিমানা | ভাঙ্গুড়ার আলো

বিশেষ প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সাড়া দেশের ন্যায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সার্বিক পরিস্থিতি মোকাবেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন । 
১ এপ্রিল (বৃহস্পতিবার) পৌর সদরের বাসষ্ট্যান্ড এলাকায়  মাস্ক ব্যবহার না করায় সংক্রামক রোগ প্রতিরোধ আইন ১৮৬০ এর ২৬৯ ধারায় ০৫ জনকে ৮০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও শতাধিক মাস্ক বিহীন  পথচারীকে বিনামূল্য মাস্ক বিতরণ করা হয় এবং মাস্ক পড়তে উদ্বুদ্ধ করা হয় । 
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কাওসার হাবীব।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) কাওসার হাবীব বলেন সাড়া বিশ্বে করোনা আবার ভয়াবহ রূপ ধারণ করেছে তারই প্রেক্ষিতে এ মাস্ক বিতরণের কার্যক্রমের শুরু হয়েছে । সেই সাথে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা ও মাস্ক পরিধান করে চলাফেরা পরামর্শ দেন তিনি জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে  জানান ।

শেয়ার করুন