পাবনার ভাঙ্গুড়ায় টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ বাকি বিল্লাহ এবং তার সহধর্মিণী মিলি আক্তার। আজ সোমবার বেলা ১১.৩০টায় ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের টিকা দেওয়া হয়।
এর আগে মেয়র, ইউএনও, এসিল্যান্ড ও উপজেলা ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য জনপ্রতিনিধিরা টিকা নিয়েছেন। তাদের কারো শরীরে কোন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি।
টিকা নেওয়ার পর তাকে আধা ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহ বলেন, টিকা যে নিলাম, সেটা টেরই পেলাম না। কোনো সমস্যা হচ্ছে না।
(৫ এপ্রিল) বেলা দুইটা পর্যন্ত ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নেন ১৯ জন।
টিকা নিয়ে একটি গোষ্ঠী প্রথম থেকেই অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে বাকি বিল্লাহ বলেন, উপজেলা বাসীকে বলব, সরকারি নির্দেশনা মেনে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা নিন এবং টিকা নিতে সবাইকে উদ্বুদ্ধ করুন।