বিশেষ প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া পৌরসভা নবনির্বাচিত মেয়র গোলাম হাসনাইন রাসেল ও কাউন্সিলরদেরকে সংবর্ধনা দিয়েছে পৌরসভা সার্ভিস এসোসিয়েশন। আজ বুধবার পৌর কার্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় পৌরসভার সকল কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
ভাঙ্গুড়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, প্যানেল মেয়র বরাত আলী, কাউন্সিলরবৃন্দ ও পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গোলাম হাসনাইন রাসেল দ্বিতীয় মেয়াদে ভাঙ্গুড়া পৌরসভার মেয়র নির্বাচিত হন।