Wednesday, February 10, 2021

ভাঙ্গুড়ায় সরকারি কর্মকর্তাসহ টিকা নিল ৭০ জন

বিশেষ প্রতিনিধি

করোনাভাইরাস টিকাদান কর্মসূচির উদ্বোধন এর তৃতীয় দিনে পাবনার ভাঙ্গুড়া ৭০ জন টিকা নিয়েছেন। আজ মঙ্গলবার ভাংগুড়া থানার ওসি আনোয়ার হোসেন সহ থানার সকল পুলিশ সদস্য, উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন স্বাস্থ্যকর্মী, ভাঙ্গুড়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক কমান্ডার টিকা নেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৮২ ব্যক্তি টিকা পেতে নিবন্ধন করেছেন। এতে করোনার টিকা নিতে ভাঙ্গুড়ায় আগ্রহ বাড়ছে বলে জানা গেছে।

 

সূত্র জানায়, গত সোমবার করোনা ভাইরাস টিকা দান কর্মসূচির তৃতীয় দিনে ৭০ জন টিকা গ্রহণ করেন। এদিন পর্যন্ত টিকা পেতে নিবন্ধন করেন ২২৪ জন। পরে ২৪  ঘন্টায় আরো ৮২ জন টিকা পেতে নিবন্ধন করেছেন। এসব নিবন্ধন ধারীদের মধ্যে থেকে গত ২৪ ঘন্টায় আরো ৭০ জন ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে  টিকা নিয়েছেন। আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি বুথে ২০০০ জনকে টিকা দেওয়া হবে। পর্যন্ত টিকা গ্রহণকারী প্রত্যেকেই সুস্থ আছেন। টিকাদান কর্মসূচি সুন্দরভাবে সম্পূর্ণ করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাক্তার নাজমুস সাকিব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরইমধ্যে প্রশংসা অর্জন করেছেন।

 

টিকা গ্রহণকারী ব্যক্তিরা জানান, অত্যন্ত নিখুঁতভাবে টিকা দেওয়া হচ্ছে। এতে ন্যূনতম সমস্যা হচ্ছে না। সকল কাজকর্ম স্বাভাবিক ভাবে করতে পারছি। এসময় তারা চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেন।


শেয়ার করুন