ভ্রাম্যমাণ প্রতিনিধি
কুষ্টিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ করোনা পজেটিভ। বিষয়টি তার ব্যক্তিগত ফেসবুক দেয়া স্ট্যাটাস থেকে নিশ্চিত হওয়া গিয়েছে।
তার ফেসবুক স্ট্যাটাসের লেখা হবহু তুলে ধরা হলো। "বুকে চাপ ধরে থাকা,মাঝে মাঝে ব্যাথা- কয়েকদিন থেকে দৌঁড়াচ্ছি এ ডাক্তার থেকে সে ডাক্তার। এ কয়েকদিনে সবখানে ডাক্তারদের দারুন সহযোগিতা পেয়েছি।
হার্টের সমস্যা ভেবে কত কিছু না করছি---
অবশেষে এলো
করোনাভাইরাস পজেটিভ।
আপাতত ঢাকায় ডাক্তারের পরামর্শ মোতাবেক আইসোলেশন।
শুভাকাঙ্ক্ষীদের দোয়া প্রার্থী।।।
ফোন থেকে দূরে থাকতে চাই- আলহামদুলিল্লাহ ভালো আছি,তেমন কোন উপসর্গ নেই।"
উল্লেখ্য সোহেল মারুফ পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা গ্রামের প্রয়াত আবু হোসেন মাষ্টারের ছেলে।
খবর বিভাগঃ
সমগ্র