বিশেষ প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধা তাইজুল ইসলাম নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তাইজুল ইসলাম উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়ন এর কালিকাদহ গ্রামের বাসিন্দা। এছাড়া তিনি কর্মজীবনে ভেড়ামারা উদয়ন একাডেমী অফিস সহায়ক হিসেবে কাজ করেছেন।
জানা যায়, মুক্তিযুদ্ধের সময়যুবক তাইজুল ইসলাম পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে একাধিক সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সাংসারিক জীবনের প্রথম দিকে তিনি কিছুটা আর্থিক দৈন্যতায় ভুগেছেন। পরে নব্বইয়ের দশকের শেষের দিকে ভেড়ামারা উদয়ন একাডেমী তে অফিস সহায়ক হিসেবে এমপিওভুক্ত হলে পরিবারে স্বচ্ছলতা আসে। পর্যায়ক্রমে তার দুই ছেলের ও মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ ও সেনাবাহিনীতে চাকরি হয়। এতে পরিবারটি আর্থিকভাবে বর্তমানে প্রতিষ্ঠিত।
ভেড়ামারা উদয়ন একাডেমী থেকে অবসরে যাওয়ার পর তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন। এরপর মঙ্গলবার রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। আজ সকালে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা তাইজুল ইসলাম কে দাফন করা হয়।