ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া পৌরসভার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত মেয়র গোলাম হাসনাইন রাসেল ১ হাজার ৭৫০টি কম্বল বিতরণ করেছেন। আজ রবিবার পৌর কার্যালয়ের সামনে নয়টি ওয়ার্ডের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে তিনি এই কম্বল বিতরণ করেন। ২০১৫ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই রাসেল প্রতিবছর ব্যক্তিগত তহবিল থেকে পৌরসভার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ কারণে স্থানীয় বাসিন্দারা তাকে মানবিক মেয়র বলে সম্বোধন করেন।
এদিন কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু ও মহিলা ভাইস আজিদা পারভিন পাখি, সাবেক পৌর মেয়র ওসমান গনি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ ও পৌর ছাত্রলীগের সভাপতি প্রভাষক হেলাল উদ্দিন খান প্রমুখ।