ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
করোনার কারনে বন্ধ ভর্তি পরিক্ষা পদ্ধতি। সরকারি নির্দেশনা মেনে পাবনার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজে ৬ষ্ঠ শ্রেণীর ২০২১ শিক্ষাবর্ষে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। তথ্য মন্ত্রনালয় কর্তৃক দেয়া সফটওয়্যারের মাধ্যমে সোমবার সকাল ১১টায় বিদ্যালয় চত্বরে এই লটারি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, চলতি বছরে ৬ষ্ঠ শ্রেণীতে ১২০ আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখা ছিলো ৩৫০ জন। এর মধ্যে কোটা ছিলো ২০ শতাংশ। যার ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, ৫ শতাংশ সরকারি কর্মকর্তাদের বদলীজনিত ৫ শতাংশ, প্রতিবন্ধী ২ শতাংশ ও পোষ্য হিসেবে থাকছে ২ শতাংশ। সেই হিসেবে লটারিতে ১০৩ জনকে বাছাই করা হয়েছে এবং ১১ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম আগামী ৭ সাত কর্মদিবসের মধ্যে সকলকে ভর্তি কার্যক্রম শেষ করার অনুরোধ জানান।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।