বিশেষ প্রতিনিধি
কেক কাটা,দোয়া ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাটমোহর থেকে প্রকাশিত দৈনিক আমাদের বড়ালের নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে পাবনার ভাঙ্গুড়ায়। বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি ছিলেন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত মেয়র গোলাম হাসনাইন রাসেল। আজ শুক্রবার সন্ধ্যায় ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই বর্ণাঢ্য আয়োজন করেনদৈনিক আমাদের বড়ালের সহ সম্পাদক ও উপজেলার সিনিয়র সাংবাদিক ময়নুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক।
জানা যায়, চাটমোহর থেকে প্রকাশিত দৈনিক আমাদের বড়াল স্থানীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চাটমোহরের দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি হেলালুর রহমান জুয়েলের সম্পাদনায় প্রকাশিত ওই পত্রিকাটি পাঠকদের কাছে এরইমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। সহ-সম্পাদক মইনুল ইসলামের তান্ত্রিক প্রচেষ্টায় ভাঙ্গুড়াতেও পত্রিকাটি পাঠকপ্রিয়তা অর্জন করেছে। দীর্ঘ ৯ বছরের এই পথচলায় ও দশম বর্ষে পদার্পনে বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন যুগ্ন-সম্পাদক রমজান আলী খান , উপজেলা আওয়ামী লীগের ক্রিয়া ও পাঠচক্র বিষয়ক সম্পাদক প্রভাষক হাসিনুর রহমান বাবু, যায়যায়দিনের প্রতিনিধি বিকাশ কুমার চন্দ, দৈনিক পাবনার বাণীর বিশেষ প্রতিনিধি আব্দুল আজিজ, আমাদের সময়ের প্রতিনিধি আব্দুর রহিম, কালের কণ্ঠের প্রতিনিধি মাসুদ রানা,ভাঙ্গুড়ার আলোর প্রকাশক নিজাম উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল কেক কেটে অনুষ্ঠান শুরু করেন। পরে দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফুল ইসলাম। সবশেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।