Saturday, January 16, 2021

প্রার্থীর প্রতিক ভুলে গেলেন ভোটার। পোষ্টার দেখে দিলেন ভোট । ভাঙ্গুড়ার আলো

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে প্রার্থীর প্রতীক ভুলে গিয়েছেন এক ভোটার। ভোট কক্ষে গিয়ে ব্যালট পেপার হাতে নেয়ার পরে তিনি বুঝতে পারেন তিনি ভোট দেয়ায় মনস্থির করা প্রার্থীর মার্কা ভুলে গিয়েছেন। অতঃপর তিনি ভোট কক্ষে কর্মরত কর্মকর্তার কাছে ব্যালট জমা দিয়ে বাহিরে এসে দড়িতে টাঙ্গানো পোষ্টার দেখে গিয়ে পুনরায় ভোট প্রদান করেছেন। বিষয়টি নিয়ে তিনি মজা করে ফেসবুকে একটি পোষ্টও করেন।


ফেসবুকে পোষ্টকারী ঐ ব্যাক্তি মুঠোফোনে জানান, আসলে বিষয়টি আমার ক্ষেত্রে মজার হলেও বিগত দিনগুলোতে প্রার্থীর নামের পাশে তাদের প্রতীক থাকতো ফলে ভোট প্রদানে সহজ হত। এবারে শুধু মাত্র প্রতীক থাকায় এই বিড়ম্বনা।


শেয়ার করুন