ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
দ্বিতীয় দফা পৌর নির্বাচনে ভাঙ্গুড়া পৌর সভায় আ.লীগের দলীয় মার্কা নিয়ে নির্বাচনের জন্য পুনরায় মনোনীত হয়েছেন বর্তমান মেয়র ও পৌর আ.লীগের সাধারন সম্পাদক গোলাম হাসনাইন রাসেল। গত পাঁচ বছরে তার মেয়াদকালে ভাঙ্গুড়া পৌর সভায় সর্বাধিক উন্নয়ন ও মাদক নির্মূলে দারুন ভুমিকা রাখায় সাধারনের আশা ছিল তিনিই যেনো আবার মনোনয়ন পান। তারই
আনুষ্ঠানিক ঘোষনা ১৮ ডিসেম্বর
হয়েছে। আগামী ১৬ জানুয়ারী নির্বাচনের তারিখ নির্ধারিত রয়েছে।
গোলাম হাসনাইন রাসেল
ঘোষনা জানার পরে ভাঙ্গুড়া পৌর সদরে তার সমার্থকেরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেয়রের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে বিষয়ে স্লোগান দেন।
আগামী ১৬ জানুয়ারী ব্যালটে ভোট হবে ভাঙ্গুড়া পৌরসভায়।