ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ার পরে আরেকজন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে অপর দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমান কাউন্সিলর বরাত আলী ভোটের ১৬ দিন আগেই নির্বাচিত হলেন। এর আগে মেয়র পদে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান মেয়র গোলাম হাসনাইন রাসেল নির্বাচিত হন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বরাত আলী, আজমত আলী ও মুন্নাফ হোসেন কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেন। পরে মুন্নাফ হোসেন গত ২৭ তারিখে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর দুদিন পর গত মঙ্গলবার বিকেলে অপর প্রার্থী আজমত আলীও মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এতে ওই ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বরাত আলী একক প্রার্থী হওয়ায় বিনা ভোটে নির্বাচিত হন। এদিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আব্দুর রহিম মারা যাওয়ার কারণে কাউন্সিলর পদে ভোট বন্ধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার। তবে ওই ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই-একদিনের মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পৌর মেয়র ও একজন কাউন্সিলর নির্বাচিত হওয়ার বিষয়টি গেজেট আকারে প্রকাশ করা হবে।