বিশেষ প্রতিনিধি
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ভাঙ্গুড়া উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ। আজ রবিবার দুপুর ৩টার দিকে
বকুলতলা রেল চত্বরে
বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে ভাঙ্গুড়ার সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে ও মিছিলে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকী বিল্লাহ, যুবনেতা ইবনুল হাসান শাকিল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. হামিদুল ইসলাম,পৌর ছাত্রলীগের সভাপতি প্রভাষক হেলাল উদ্দীন খাঁন, পৌর যুবলীগ সভাপতি সুমন আলীসহ প্রমুখ।
বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। একই সাথে এই গোষ্ঠীকে চিহ্নিত করে সামাজিকভাবে প্রতিহত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।