Friday, December 18, 2020

পাবনায় দুর্নীতিকে লাল কার্ড দেখিয়ে বিজয়ের শপথ

শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের অায়োজনে মাদক, বাল্য বিবাহ, ধর্ষণ দুর্নীতি বিরোধী শপথ অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার পুকুরপাড় অাইডিয়াল উচ্চ বিদ্যালয় শহীদ মিনারের সামনে বৃহস্পতিবার বেলা ঘটিকায় কর্মসূচী পালিত হয়েছে।

শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের মাদক, বাল্য বিবাহ, ধর্ষণ দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি কাওসার অালম সোহেল।

এসময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি ইফতেখার হাসান লিমন, সাধারণ সম্পাদক সুরুজ  মাহমুদ হৃদয় প্রমুখ।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার অালম সেহেল বলেন, বাংলাদেশের ৬৪ জেলায় গত কয়েক বছরে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী এভাবেই সকল মাদক, বাল্য বিবাহ, ধর্ষণ দুর্নীতিকে লাল কার্ড প্রদর্শণ করে শপথ নিয়েছেন।


শেয়ার করুন