পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নে ভূমি উপ-সহকারী কর্মকর্তার কার্যালয় ময়দানদিঘী বাজারে করার দাবি জানিয়েছে এলাকাবাসী। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় ময়দানদিঘী বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ইউনিয়নের অন্তত ৩০ টি গ্রামের মানুষ অংশ নেয়।
সূত্র জানায়, ইউনিয়নের ভূমি অফিস দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদ ভবনে রয়েছে। বর্তমান সরকার ইউনিয়ন পরিষদের জন্য আলাদা ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়। এতে ইউনিয়নে ভূমি অফিসের ভবন নির্মাণের জন্য জায়গা সন্ধান করা হয়।কিন্তু জায়গার সমস্যার কারণে ইউনিয়ন পরিষদের আধুনিক ভবনটি ময়দানদিঘী বাজারে নির্মাণ না করে চন্ডিপুর বাজারে নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। সম্প্রতি ভবন নির্মাণের কাজ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন। কিন্তু এখন এলাকাবাসী পুনরায় ময়দানদিঘী বাজারে এই ভূমি অফিস নির্মাণের জন্য আবেদন জানাচ্ছেন। এ উপলক্ষে ময়দানদিঘী, বড়পুকুরিয়া, রমানাথপুর, দুধ বাড়িয়া, হেলেঞ্চা দোহারী গ্রাম, সাতবাড়িয়া, কয়রা, পুকুরপাড় , জয়রামপুর, পরমানন্দপুর, রামনগর, মুণ্ডমালা, গোবিন্দপুর গোপালপুর, কটবাড়িয়া সহ অন্তত ৩০ টি গ্রামের মানুষ পুনরায় ময়দানদিঘী বাজারে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের জন্য আলোচনার আয়োজন করেন। আলোচনায় তারা সিদ্ধান্ত নেন, এলাকাবাসী নিজেদের টাকায় উপযুক্ত জমি কিনে ভূমি অফিসের জন্য জায়গা বিনামূল্যে দিবেন। এরপরও চন্ডিপুর বাজার থেকে সরিয়ে পুনরায় ময়দানদিঘী বাজারে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ না করা হলে তারা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ারি দেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভিন্ন গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা।