পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক পাচার করা হবে বলে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই রমজান আলী সহ কয়েকজন পুলিশ সদস্য সিঙ্গারি বাজারে
তল্লাশি চালাচ্ছিল। এমন সময় জীবনকে তল্লাশি করে ০৫ লিটার মদ
উদ্ধার করে পুলিশ।
সূত্র জানান, জীবন আলী দীর্ঘদিন ধরে অষ্টমনিষা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায়
মাদক ব্যবসা করে আসছে।
ভাংগুড়া থানার এসআই রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে থানা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। এ প্রেক্ষিতে অভিযান চালিয়ে একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে ও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।