Sunday, November 8, 2020

করোনায় আক্রান্ত এমপি মকবুল হোসেন

পাবনা-০৩(ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুর) আসনের এমপি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন করোনা আক্রান্ত হয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লোকমান হোসেন (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন।

শনিবার (০৭ নভেম্বর) তাদের কোভিড-১৯ পরীার ফলাফল পজিটিভ এসেছে।

 রবিবার (০৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসছে।  সংসদে যোগ দেওয়ার জন্য তিনি গত ৪ নভেম্বর ভাঙ্গুড়া থেকে ঢাকায় যান।

পারিবারিক সূত্র জানায়, তার শরীরে কোনো উপসর্গ নেই। তবুও করোনা পজিটিভ এসেছে। সংসদ থেকে মেসেজ পাওয়ার পরই তিনি আইসোলেশনে আছেন।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের দশম অধিবেশনটি বিশেষ অধিবেশন হিসেবে বসছে।

বরাবরের মতো এবারও করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চলবে।শেয়ার করুন