Thursday, November 26, 2020

ভাঙ্গুড়ায় ইয়াবাসহ যুবক আটক

বিশেষ প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম (৩৪) মোঃ শরিফুল ইসলাম (৩০) দুই  যুবককে আটক করেছে। বৃহস্পতিবার  রাত ০৮ টার  দিকে ভাঙ্গুড়া পৌর সদরের  চৌবাড়িয়া মাস্টারপাড়া থেকে তাদের  আটক করা হয়। মোঃ জাহিদুল ইসলাম উপজেলার ভাঙ্গুড়া  ইউনিয়নের ঝি-কলকতি গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে মোঃ শরিফুল ইসলাম উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের ঝি-কলকতি গ্রামের মোঃ আবু সাত্তারের ছেলে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, মাদক পাচার করা হবে বলে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই ইব্রাহিম খলিল সহ কয়েকজন পুলিশ সদস্য চৌবাড়িয়া মাস্টারপাড়া আমিরা মেডিকেল হল সংলগ্ন এলাকায়  তল্লাশি চালাচ্ছিল। এমন সময় জাহিদুল ইসলাম শরিফুল ইসলামকে তল্লাশি করে ১০ পিস ইয়াবা  উদ্ধার করে পুলিশ।

ভাংগুড়া থানার এএসআই সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে থানা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। প্রেক্ষিতে অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে


শেয়ার করুন