পাবনার ভাঙ্গুড়া উপজেলার দাস বেলাই গ্রামের পিতা ও পুত্রের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আন্দোলনে নেমেছেন এলাকার সর্বস্তরের নারী-পুরুষ। মঙ্গলবার (২৭ অক্টোবর) এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উপজেলার খানমরিচ ইউনিয়নের দাস বেলাই গ্রামের জনতা ভাঙ্গুড়া- নওগাঁ মহাসড়কে গ্রামের কয়েক শ নারী-পুরুষ দলমত-নির্বিশেষে মঙ্গলবার বিকাল ৩টা থেকে বেলা ৪টা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তব্য দেন খানমরিচ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আসাদুর রহমান, ইউনিয়ন আওয়ালীগের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও শাহজাহান খন্দকার বাবলু, কোষাধক্ষ্য এ এইচ এম কামাল। মানববন্ধন পরিচালনা করেন মোঃ আলমগীর হোসেন।
গত ১৪ অক্টোবর তোরাব আলী (৭৫) ও ফজলুর রহমানকে (৪০) হত্যা করে সন্ত্রাসীরা।