সূত্র জানায়, ভাঙ্গুড়া উপজেলার রূপসী বাজারে শুক্রবার দুপুর ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় দোকানটি বন্ধ অবস্থায় ছিল। মুহূর্তেই আগুন লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহত দেখে বাজারের লোকজন চিৎকার শুরু করে। বাজারের ব্যবসায়ী, কর্মচারী ও আশপাশের লোকজন দৌঁড়ে ঘটনাস্থলে ছুটে আসেন। পর যে যার মত পাশ্ববর্তী নদী, পুকুর ও নলকূপ থেকে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দীর্ঘ ২ ঘণ্টা যাবত চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। এক পর্যায়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা সময় মত
ঘটনাস্থলে পৌঁছুতে পারেনি।তবে এলাকাবাসীর চেষ্টায় দুপুর দুইটার ভেতর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ভাঙ্গুড়ায় রূপসী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
প্রকাশিত হয়েছেঃ October 09, 2020
পাবনার ভাঙ্গুড়া উপজেলার
রূপসী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ০২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।