Thursday, October 8, 2020

করোনা শনাক্তে ভাঙ্গুড়ায় রেকর্ড

ভাঙ্গুড়ায় গত ২৪ ঘণ্টায় একজন চিকিৎসকসহ ০৮ করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানবিক দায়িত্বশীল চিকিৎসক নাজমুস সাকিব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রহিমা খাতুন সহ তার পরিবারের ০৩ সদস্য, ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন গ্রামের তিন বাসিন্দা, ফরিদপুর উপজেলার একজন। তবে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসারের পরিবারের চারজন  দ্বিতীয় দফায় করোনা আক্রান্ত হয়েছে।

 

এদিকে, ভাঙ্গুড়ায় অনেক করোনা রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

 

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হালিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, একদিনে ভাঙ্গুড়ায় শনাক্তের হার বিবেচনায় এটি সর্বোচ্চ। তাই সারা দেশে করোনা সনাক্তের হার কমলেও ভাঙ্গুড়ায় হঠাৎ করে বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন উপজেলা স্বাস্থ্য প্রশাসন।


শেয়ার করুন