Monday, October 26, 2020

ভাঙ্গুড়ায় পূজামন্ডপ পরিদর্শন করলেন মেয়র ও ইউএনও

 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল ভাঙ্গুড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান।

রবিবার (২৬ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলা পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মোঃ আসলাম আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান অজিদা পারভীন পাখি, ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোঃ জাকির হোসেন ছবি, যুগ্ম সম্পাদক মোঃ রমজান আলী খান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম, যুবলীগনেতা ইবনুল হাসান শাকিল, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফ, পৌর ছাত্রলীগ সভাপতি প্রভাষক মোঃ হেলাল উদ্দীন খান প্রমুখ।


শেয়ার করুন