ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া পুরানপাড়া গ্রামে পানিতে ডুবে শারমিন আক্তার (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির পাশের পুকুরে ডুবে তার মৃত্যু হয়। নিহত শারমিন গ্রামের শাহীন আহমেদের মেয়ে।
এলাকাবাসীরা জানায়, শিশুটি সকাল থেকে মায়ের কাছেই ছিলো। দুপুর দিকে তার মা কাজে ব্যাস্ত থাকায় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সবাই চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে শিশুটিকে বাড়ির পাশে ডোবা থেকে উদ্ধার করা হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান বলেন শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।