বিশেষ প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে বিষাক্ত দাঁড়াশ সাপ প্রবেশ করেছে। পাবনা শহরের বালিয়াহালট গোরস্থানের সামনে সাপ গাড়িতে প্রবেশ করে। এডওয়ার্ড কলেজের সামনে এই পাবনা ফায়ার সার্ভিস কর্মীরা সাপ উদ্ধার করতে অভিযান চালাচ্ছেন।
জানা যায়, জেলা প্রশাসকের সঙ্গেই মিটিং করতে ভাঙ্গুড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান গাড়িতে চড়ে পাবনা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের বালিয়াহালট গোরস্থানের সামনে পৌঁছালে একটি দাঁড়াশ সাপ গাড়ির সামনের গ্লাসের উপর এসে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ গাড়িতে থাকা অন্যরা। একপর্যায়ে সাপটি গাড়ির ইঞ্জিনের ফাঁকা দিয়ে ভিতরে প্রবেশ করে। এ অবস্থায় কোনমতে গাড়ি পাবনা এডওয়ার্ড কলেজের সামনে পৌঁছালে সবাই নেমে যায়। এসময় পাবনার ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে সাপ উদ্ধার করতে ব্যর্থ হন। তবে এরপরেও উদ্ধার অভিযান চলছে।