ফরিদপুর
(পাবনা) প্রতিনিধি
পাবনার ফরিদপুরে ব্যাটারি চালিত অটো ভ্যান চুরি হয়েছে। জীবন জীবীকার উপার্জনের সহায় সম্বল হারিয়ে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে রবিবার ২৬ই সেক্টবর দিবাগত রাত অানুমানিক ২ ঘটিকার সময় পুংগলী ইউনিয়নের মধ্য পুংগলী গ্রামের শাহিন মিয়ার (৩০) নামের ব্যাটারি চালিত ভ্যান বাড়ির দরজার তালা ভেঙ্গে দুবৃর্ও চোরের দল চুরি করে নিয়ে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্থ শাহিন মিয়ার ৫ জনের সংসারে উপর্জনের সম্বল অটো ভ্যান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।
পাছ পুংগলী ইউপি সদস্য রেজা অাহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে। যাতে দরিদ্র অসহায় পরিবারটি বিষয়ে প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহন করে।