ঈদের দিন থেকে শুরু করে টানা তিন দিনের তীব্র গরমের পর অবশেষে ভাঙ্গুড়ায় স্বস্তির বৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুর ১ টার দিকে বৃষ্টিপাত শুরু হলে এ স্বস্তি নেমেছে নাগরিক জীবনে।
বৃষ্টি চলাকালে কিছুটা দমকা হাওয়া বয়ে যায়। দমকা হাওয়া আর বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় স্বস্তি নেমেছে জনজীবনে।
গতকাল ভাঙ্গুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ বৃষ্টির পর বেলা ২ টায় ভাঙ্গুড়ায় তাপমাত্রা ছিলো ৩১ ডিগ্রি সেলসিয়াস।