Monday, August 24, 2020

ভাঙ্গুড়ায় ব্রাকের গো-খাদ্য ও ঔষধ বিতরণ

স্বাস্থ্য বিধি সামাজিক দূরত্ব বজায় রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ হাজার ৬শ ৮৩ জন দুগ্ধ খামারিদের মাঝে বিনামূল্যে ৫৪ মেট্রিক টন গো-খাদ্য কৃমিনাশক ওষুধ বিতরণ করেছে আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে ব্র্যাক ডেইরি ফুড এন্ড প্রজেক্ট এর আওতায় পৌরসভার জগাতলা ব্রাক চিলিং সেন্টারে আনুষ্ঠানিক ভাবে ওই খাদ্য ওষুধ বিতরণ করা হয়।
ব্র্যাকের মিল্ক কালেকশন ম্যানেজার ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি,ব্র্যাকের  জেলা সমস্বয়ক আরিফুর রহমান,লাইভস্টক সার্ভিসের ডিপুটি ম্যানেজার ডাঃ রিপন মিয়া,ভেটেনারী সার্জন ডাঃ মাহবুব হাসান,ডাঃ আমিনুল ইসলাম,ডাঃ একরাম আলী ভাঙ্গুড়া এলাকার ব্যবস্থাপক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
এলাকা ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, ভাঙ্গুড়া উপজেলার মোট ৩২টি চিলিং সেন্টারের আওতায় হাজার ৬শত ৮৩ জন দুগ্ধ খামারির প্রায় দশমিক হাজার গাভীর ১৮৯ দশমিক ৫৫ টন খাবারসহ প্রায় ১৫ হাজার বাছুর,ষাঁড় বকনা গরুর কৃমিনাশক ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।

শেয়ার করুন