Sunday, July 19, 2020

নাটোরের সিংড়া উপজেলায় ১ লক্ষ চারাগাছ বিতরন

(অনলাইন ডেস্ক)
১৮ জুলাই শনিবার নাটোরের সিংড়া উপজেলায় ১ লক্ষ চারাগাছ রোপনের লক্ষমাত্রা নিয়ে চারাগাছ বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
সকাল ১০ টায় সিংড়া উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন পরিবার,শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন গুরত্বপুর্ণস্থানে বৃক্ষরোপনের নিমিত্বে ১ লক্ষ ফলদ,বনজ,ও ঔষধী গাছের চারাগাছ বিতরণের শুভ উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এসম উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু,সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মওলানা রুহুল আমিন সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় প্রতিমন্ত্রী পলক বলেন, গাছ আমাদের পরম বন্ধু গাছ। গাছ ছাড়া পৃথিবীর প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়। ঝড়,জলোছ্বাস সহ যেকোন প্রাকৃতিক দুর্যোগে গাছ সবসময় বুক পেতে দেয়। প্রতিমন্ত্রী আরো বলেন,প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যকেকে কমপক্ষে একটি করে হলেও গাছ লাগানো উচিত। পরে প্রতিমন্ত্রী আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ,শ্রমিকলীগ,ও পল্লীশ্রী উন্নয়ন সংস্থা মাঝে চারাগাছ বিতরণ করেন। এবং সকলকে গাছ লাগানোর আহবান জানান।

শেয়ার করুন