পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় আসন্ন ঈদ-উল- আযহা উপলক্ষ্যে ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
আজ রোববার (২৬ জুলাই) সকালে ভাঙ্গুড়া পৌরসভা চত্বরে এই চাল বিতরণ করা হয়। ভিজিএফ চাল বিতরণের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।
সামাজিক দুরত্ব বজায় রেখে ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬শ ২১ টি পরিবারের মধ্যে তিন দিনব্যাপী ৪৬ মে.টন ২শ ২১ কেজি চাল বিতরণ করা হবে।
করোনা ভাইরাসের কারণে সামাজিক দুরত্ব বজায় রেখে উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোঃ আব্দুর রহিম, সচিব উত্তম কুমারসহ কাউন্সিলর বৃন্দ।
ভাঙ্গুড়া পৌরসভার সচিব উত্তম কুমার জানান, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬শ ২১ টি পরিবারকে এই চাল বিতরণ করা হবে।
একদিনে বিতরণের নিয়ম থাকলেও করোনাভাইরাসের কারণে জনসমাগম এড়ানো লক্ষ্যে মেয়রের নির্দেশে ৯টি ওয়ার্ডকে ৩ টি ভাগে ভাগ করে তিন দিনে উপকার ভোগীদের মধ্যে এই চাল বিতরণ করা হবে।