ভাঙ্গুড়ায় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ
প্রকাশিত হয়েছেঃ June 16, 2020
(অনলাইন ডেস্ক)
প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ২৩ জন অসুস্থ ব্যক্তির মধ্যে ১১ লাখ ৪০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে ভাঙ্গুড়া উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ের সামনে এই চেক বিতরণ করা হয়। স্থানীয় সাংসদ আলহাজ্ব মকবুল হোসেনের পক্ষ থেকে এই চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা আ.লীগের সভাপতি লোকমান হোসেন, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, সাংগাঠনিক সম্পাদক আসলাম আলী, ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, ভাঙ্গুড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন, উপজেলা ও পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ ও হেলাল উদ্দিন খান। এছাড়া উপস্থিত ছিলেন আ.লীগের বিভিন্ন স্তরের নেতা কর্মী। এসময় তারা করোনাকালীন বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা আলোচনা করেন।