Monday, June 1, 2020

ভাঙ্গুড়া থেকে কলেজছাত্র নিখোঁজ

(অনলাইন ডেস্ক)
পাবনার ভাঙ্গুড়া থেকে মুন্না আহমেদ (২২) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় ভাঙ্গুড়া পৌর শহর থেকে সে নিখোঁজ হয়। মুন্না ভাঙ্গুড়া পৌরশহরের কুমড়াডাঙ্গা মহল্লার রেজাউল করিম বাবলুর ছেলে। সে চাটমোহর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অধীনে স্নাতক দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মুন্না রবিবার দুপুরে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়ি ফেরেনি। তার সাথে সর্বশেষ রবিবার বিকালে পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। গতকাল সন্ধ্যার পর থেকে সকল আত্মীয়-স্বজন শহর সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজ করেও পাওয়া যায়নি। এব্যাপারে ভাঙ্গুড়া থানায় মৌখিকভাবে জানিয়েছে মুন্নার পরিবার। যদি কেউ মুন্নার সন্ধান পেয়ে থাকেন অনুগ্রহ করে মুন্নার মামা সানির এই নাম্বারে ০১৭২৮৪১৮১১১ যোগাযোগ করবেন।

শেয়ার করুন