(অনলাইন ডেস্ক) করোনা ভাইরাসের কারণে যখন সকলকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। সকল কিছু বন্ধ ঘোষণা করা হয়েছে। তখন সরকারী সকল নির্দেশ অমান্য করে বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান ঘুরতে ব্যস্ত ভাঙ্গুড়াবাসি। ভাঙ্গুড়ায় বিভিন্ন রকম স্থানে লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না সাধারন মানুষের অযথা বাড়ির বাইরে ঘোরাঘুরি। প্রশাসন থেকে কঠোর অবস্থান নেয়ার পরেও গ্রাম থেকে গ্রামে বাড়ছে সাধারণ মানুষের অবাধ বিচরণ। বর্তমানে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।সাধারণ মানুষকে সচেতন করা এবং অযথা কারণ দেখিয়ে ঘরের বাইরে অবস্থান বন্ধ করা না গেলে করোনা ভাইরাসের প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে ভাঙ্গুড়া উপজেলাটি।
খবর বিভাগঃ
ভাঙ্গুড়া