Monday, May 18, 2020

সুজানগরে অসহায়দের মাঝে ইসলামী ব্যাংকের খাদ্য সহায়তাইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর এসএম/ই কৃষি শাখার উদ্যোগে কর্মহীন, অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় গণপরিবহন, হাট-বাজার ও দোকান-পাট বন্ধ থাকার কারণে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবীরা। 

এর কারণে খাদ্য সংকটে পড়া সুজানগরের কর্মহীন এ সকল মানুষদের জন্য সরকারের পাশাপাশি খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর এসএমই/কৃষি শাখা।

আজ বৃহস্পতিবার অসহায় মানুষদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন, সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক রাশিদুল হক। 

তিনি বলেন, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় করোনায় কর্মহীন শ্রমজীবী, খেটে খাওয়া, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদানের অংশ হিসাবে সুজানগর শাখার পক্ষ থেকেও স্থানীয় অসহায় ৫৫টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ব্যাংক কর্মকর্তা জালাল উদ্দিন, শাহজাহান আলী ও পল্লী উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আনছার আলী প্রমুখ।


শেয়ার করুন