Monday, May 18, 2020

ঈদে তাহসান-অপূর্বের ধামাকা

ঈদুল ফিতরে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্লাব ইলেভেন’ প্রকাশ করছে নতুন দুটি নাটক। নাটকদুটির মধ্যে হয়েছে কজল আরেফিন অমি’র রচনা ও পরিচালনায় ‘ হঠাৎ দেখা’ এবং মেজবাহ উদ্দীন সুমনের রচনা ও রুবেল হাসানের পরিচালনায় ‘বিবাহ করিতে চাই না’ ।


‘হঠাৎ দেখা ‘ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব , তানজীন তিশা, বাঁধন লিংকন, শারিকা সাবাহ সহ আরও অনেকে । অপর নাটক ‘বিবাহ করিতে চাইনা’ তে আছেন তাহসান খান , সায়লা সাবি সহ আরও অনেকে ।  

আমাদের  জীবনে  ঘটে যাওয়া বিভিন্ন প্রাপ্তি-অপ্রাপ্তি , প্রেম-বিরহ , সুখ-দু:খের মিশেলে নির্মিত হয়েছে নাটক দুটি ।  

মোশনরক এন্টারটেইনমেন্ট এর সার্বিক তত্বাবধায়ন নির্মিত এই নাটক দুটি এবারের ঈদুল ফিতরে ক্লাব ইলেভেন এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে । 

ক্লাব ইলেভেনের কর্ণধার আকবর হায়দার মুন্না জানালেন , দেশ এখন করোনা ভাইরাসের মাহমারিতে আতংকিত । এর প্রভাব পরেছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনেও। লক ডাউনের কারণে হচ্ছে না নতুন কোন নাটকের শুটিং । আমারাও আমাদের ঈদ আয়োজন বড় পরিসরে করতে পারছি না । যে নাটক দুটি আমরা এবারের ঈদে প্রকাশ করছি তার শুটিং করোনা মহামারির অনেক আগেই করে রেখেছিলাম । আশাকরছি ঈদের এই নাটক দুটি সবার ভালো লাগবে।


শেয়ার করুন