সকাল সাড়ে ১০টায় এআরপ্লাজা’য় জীবানুনাশক স্প্রে কার্যক্রমের শুভ সূচনা করেন চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি, সাপ্তাহিক সময় আসময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক কে. এম. বেলাল হোসেন স্বপন এবং সাধারণ সম্পাদক মো: আব্দুল মোতালিব।
এসময় উপস্থিত ছিলেন, তারুণ্যের আলো’র সভাপতি মেহেদী হাসান মিলন, সহ-সভাপতি মেহেদী হাসান অন্তর মৃধা, প্রচার সম্পাদক শেখ জাবের আল শিহাব, সদস্য হুমায়ুন আহমেদ, আসিব আলী ও আলিফ হোসেন প্রমূখ।
তারুণ্যের আলো’র স্বেচ্ছাসেবকেরা এআরপ্লাজা, জেএস মার্কেট, খন্দকার মার্কেট, মানিক কাজী মার্কেট, রফিক মার্কেট, মির্জা মার্কেট এবং তার আশপাশের সড়ক ও ব্যবসা প্রতিষ্ঠানে জীবানুনাশক স্প্রে করেন।দেশেে যখন করোনা ভাইরাসে আক্রান্ত এবং প্রাণহানীর ঘটনা বেড়েই চলেছে, এহেন পরিস্থিতিতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের আলো’র জীবানুনাশক স্প্রে কার্যক্রম উপস্থিত মানুষের কাছে প্রশংসিত হয়েছে।